শিক্ষিত হবার তোড়জোড় কস্মিনকালেও ছিল না। অশিক্ষিত শিরোপা নিয়েই প্রথাগত শিক্ষায় অনেকের মতো স্নাতকোত্তর ডিগ্রি পার করা। তথাপি ইউনিভার্সিটির রিসার্চ স্কলার হিসেবে অর্থপ্রাপ্তি যোগে নাটক বিষয়ে গবেষণা কল্যনী বিশ্ববিদ্যালয় থেকে। জীবন ধারণের তাড়নায় এঘাটে-ওঘাটে নৌকা বেঁধে মনোজ ভোজ কিছুদিন কাঁচড়াপাড়া কলেজে এবং এখনও পর্যন্ত সামসি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা। কবি হওয়ার জন্য প্রাণান্তকর প্রয়াস পছন্দের নয়। অথচ প্রকাশ পেল তিনটি কবিতার বই। অভিনয়, নাট্যপরিচালনায়, নাটক রচনায় কোনোদিন নিজেকে পাকাতে পারেননি। ‘অক্ষ’ নাট্যদল ও সামসি কলেজ নাট্যপ্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠল তবু তাঁরই পাগলামিতে। এই দুটি ক্ষেত্রেই তাঁর নাট্যচর্চা। এলোমেলো জীবনে সখা ও বন্ধুদলের তাগদায় বেশ কিছু নাটক রচনা করে ফেললেন হাজার অদক্ষতা সত্বেও।