জন্ম বাংলাদেশের ঢাকা জেলার মানিকগঞ্জে ১৩৩১ বঙ্গাব্দে। তিনি ঢাকা শহরের কিশোরীলাল জুবিলি স্কুল থেকে ম্যাট্রিকে তৃতীয় স্থান অধিকার করেন। ঢাকার জগন্নাথ হলের ছাত্র এরপর হলেন। অর্থনীতিতে সাম্মানিক স্নাতক। স্নাতকোত্তর পড়াশুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশভাগের পর এপার বাংলায় মুর্শিদাবাদ জেলার। জিয়াগঞ্জ শহরের ‘শ্রীপৎ সিং কলেজ’এ অর্থনীতির অধ্যাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পঠনপাঠন সহ সাংস্কৃতিক মত বিনিময়েও তিনি ছিলেন ছাত্রছাত্রীর পরম সুহৃদ। জিয়াগঞ্জ শহরের আর একটি কলেজ ‘রাণী ধন্যাকুমারী কলেজ অব কমার্স’এ এরপর অধ্যক্ষ পদে আসীন হন — সেখান থেকেই অবসর গ্রহণ। অধ্যক্ষরূপে কর্মজীবনে তিনি ছিলেন দক্ষ প্রশাসক, ছাত্রপ্রিয় শিক্ষক। সদা হাস্যময়, অমায়িক, স্নেহপ্রবণ, বাগ্মী এবং বামপন্থী ভাবধারায় পূর্ণ নিবেদিত ঋজু ব্যক্তিত্বের মানুষটি ছিলেন সর্বজনশ্রদ্ধেয় এবং সর্বজন সমাদৃত।