জন্ম ১৯৮৩, মুর্শিদাবাদ জেলার সালার থানার আওচা গ্রামে। মালিহাটি কান্দরা হাইস্কুল থেকে মাধ্যমিক। উচ্চমাধ্যমিক বহড়া (কান্দী) আদর্শ বিদ্যাপীঠ থেকে। বোলপুর কলেজ থেকে বাংলায় স্নাতক। বিশ্বভারতী থেকে ২০০৮ সালে বাংলায় স্নাতকোত্তর। এম.ফিল. বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ২০১২ সালে নেট ও জি.আর.এফ. পরীক্ষায় উত্তীর্ণ। বর্তমানে বিশ্বভারতী বাংলা বিভাগে গবেষণা কর্মে নিযুক্ত। তাঁর রচিত প্রথম গ্রন্থ ‘সাহিত্য-সেবক শিবরতন মিত্র’। এছাড়া নানা পত্র-পত্রিকায় ও সম্পাদিত গ্রন্থে প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে।