ড: প্রতিমা সরকার প্রাক্তন অধ্যক্ষ।বর্তমানে পাটনা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপিকা। এম.এ. প্রথম শ্রেনীতে প্রথম, স্বর্ণপদক প্রাপ্ত। ১৯৮১ তে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ.ডি. করেছেন। একাধিক লেখা বিভিন্ন পত্র পত্রিকায় এবং পুস্তকাকারে প্রকাশিত। ‘বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের দান’ গ্রন্থটি ‘ইউ.জি.সি.’-র অর্থানুকুল্যে প্রকাশিত (২০০৩) হয়েছে। ২০১১তে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে (আমেরিকা) বিদ্যাসাগরের ওপরে বক্তৃতা দেবার জন্যে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। এছাড়াও দেশে বিদেশে অনেক সম্মেলনে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন।