সত্তরের দশকে কলকাতায় জন্ম। আখ্যানতত্ত্ব ও নানা ধরনের আখ্যানের শৈলী অনুধাবনে আগ্রহী। কলকাতার বিভিন্ন স্কুলে পড়ার পর রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া থেকে মাধ্যমিক ১৯৯০। রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর থেকে উচ্চ মাধ্যমিক (১৯৯২), দুটিতেই প্রথম বিভাগে উত্তীর্ণ। জাতীয় মেধা বৃত্তি প্রাপক (১৯৯০)।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সাম্মানিক স্নাতক (১৯৯৬) ও স্নাতকোত্তর (১৯৯৮)। দুটিতেই প্রথম শ্রেনীতে উত্তীর্ণ। এখান থেকেই বিশ শতকের পাশ্চাত্য আখ্যানতত্ত্ব ও উপন্যাসের তত্ত্ব নিয়ে পি.এইচ.ডি. (২০০৭)।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সান্ধ্য বিভাগের অংশগালীন শিক্ষক (অগাস্ট ২০০১ – জুন ২০০৫)। এশিয়াটিক সোসাইটির অভিধান প্রকল্পের প্রাক্তন রিসার্চ ফেলো (১৯.১১.২০০১ – ২১.০৮.২০০৬)। গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক। বর্তমানে আশুতোষ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
বিভিন্ন ছোট পত্রিকায় প্রবন্ধ লেখেন। প্রকাশিত বই : বিশ শতকের আখ্যানতত্ত্বের প্রেক্ষিতে বাংলা উপন্যাস।