লেখক বর্তমানে বীকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। জন্মস্থান হুগলী জেলার প্রাচীন শহর বৈদ্যবাটী। ১৯৯৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.। ২০১১ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্রি অর্জন। এই সমালোচক পেশায় অধ্যাপক হলেও নিজেকে আকাডেমিক বৃত্তের নীরসতায় সীমাবদ্ধ না রেখে সৃষ্টিশীলতায় নিয়ত সক্রিয়। ইতিমধ্যে তার রচিত কবি অলোকরঞ্জন দাশগুপ্তের উপর রচিত একমাত্র পূর্ণাঙ্গ প্রস্থ কবিতার অলোকরঞ্রন : ভুবনডাঙার বাউল" মননশীল পাঠকের প্রশংসাধন্য হয়েছে।