কবিগবেষক শান্তি সিংহের জন্ম বাঁকুড়ায়। পুরুলিয়ায় একটানা একচল্লিশ বছর তিনি লেখা ও গবেষণাসূত্রে থেকেছেন। ফলে, তার হৃদয়ে ও মননে সমাজতাত্ত্বিক বিশ্বচেতনার গভীরে বিধৃত প্রান্তিক বাংলা বাঁকুড়া-পুরুলিয়া ও সন্নিহিত ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ লোকজীবন, লোকসঙ্গীত এবং বহুমাত্রিক শিল্পসংস্কৃতি - যা রূপেরসে বর্ণময়।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি থেকে প্রকাশিত তার লোকসংগীত সংগ্রহ : ‘ঝুমুর’, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র থেকে ‘টুসু, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে বসন্তরঞ্জন রায় (জীবনীগ্রন্থ), এবং অন্যান্য প্রকাশনায় ‘বসন্তরঞ্জনের প্রবন্ধাবলী ও শত পুথির সংকলন’, ‘বাউলগান প্রসঙ্গে, ‘বাঁকুড়া-পুরুলিয়ার শিল্প সংস্কৃতি’, ‘লালমাটির লোককথা’, ‘রঘুনাথ মুরমুর জীবন-সাহিত্য ও অলচিকি আন্দোলন’, ‘জীবনশিল্পী রামকিঙ্কর’ থেকে শঙ্খ ঘোষ-সম্পাদনা -- দু’পার বাংলায়।বিশ্ববিদ্যালয়-সমাদৃত গ্রন্থ। তাঁর গ্রন্থ সংখ্যা – ৫০।