নট, নাট্যকার, নিদের্শক হিসেবেই বেশি পরিচিত। আজীবন নানাভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জন্ম ২৭.১২.১৯৪০। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। পুনে ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘চারুচিত্র পুরস্কারে’ সম্মানিত। নিজের নাট্যদল ‘অভিনেয়’র নাটক —পশ্চিমবঙ্গের সব জেলা সহ ভারতের বিভিন্ন শহরে অভিনীত হয়েছে। সংস্কৃতির নানান পর্যায় সৌম্যেন্দুর কলমে নতুন মাত্রা পেয়েছে। নাটক, চলচ্চিত্র ও সঙ্গীত বিষয়ে রয়েছে অজস্র মননশীল প্রবন্ধ। তার একাংক ও পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা অজস্র; নাট্যপত্র ও পত্রিকায় মুদ্রিত হয়েছে। প্রথম মুদ্রিত গ্রন্থ ‘চলচ্চিত্র চিন্তা ও চেতনা’; যন্ত্রস্থ : ‘থিয়েটারের সাতকাহন এ টু জেড’।