জন্ম ১৯৪৬, ২৪ এপ্রিল। পিতা ডাক্তার বিভূতিভূষণ সরকার। মাতা স্নেহকণা সরকার। উভয়েই প্রয়াত। পশ্চিমবাংলার পশ্চিমপ্রান্তিক ছোটো শিল্প-শহর কুমারডুবিতে কাটে বাল্য, কৈশোর। বিদ্যালয়ের পাঠ শেষ করেছেন কুলটি গার্লস হাইস্কুল-এ (১৯৬১), কলেজের পাঠ সম্পন্ন হয়েছে আসানসোল গার্লস কলেজ-এ (বি.এ. ১৯৬৫)। বাংলায় এম. এ. ১৯৬৭-তে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। মাইথন কলেজ ও ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কিছুদিন কাজ করবার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ (১৯৭২)। ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা। বিবাহ ১৯৭৪, স্বামী প্রয়াত প্রবীর কুমার চক্রবর্তী। বর্তমানে দক্ষিণ কলকাতার যাদবপুরের অধিবাসী, সুমিতা চক্রবর্তী পঠন-পাঠন ও নিজের লেখালিখির জগতেই থাকেন। এযাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা উনিশটি। অগ্রন্থিত প্রবন্ধ অনেক। সম্পাদিত গ্রন্থ আটটি। উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত 'বাংলা কাব্য পরিচয়’ সংকলনের পুনঃসম্পাদিত সংস্করণ। প্রধানত বিংশ শতাব্দীর সাহিত্যে তাঁর বিচরণ। সাহিত্যতত্ত্বেও আগ্রহী।