বাংলা কথাসাহিত্যে নারী
- অরূপ পাল
বাংলা উপন্যাস-ছোটোগল্পের পথচলা উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উপন্যাস-ছোটোগল্পের এই দুই ধারারই উপজীব্য বিষয় মানুষ নর-নারী। এই নারীরা উপন্যাস-গল্গশিল্পে সূচনা থেকে বর্তমান পর্যন্ত কিভাবে উঠে এসেছে তার চিত্র আলোচ্য প্রবন্ধ-সংকলন-গ্রন্থে পাব। গল্গটি পাঠ করে অনেক পাঠক বিন্দুতে মনে হয়।
জন্ম বাকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত রসিকনাগরপুর গ্রাম। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোন্তর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দুর্গাপুরের মোহনানন্দ কলেজ থেকে বি.এড. করেছেন। রবীন্দ্র সাহিত্য ও কথাসাহিত্য ভালোলাগার বিষয়। একক সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ “বাংলা কথাসাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়”। যৌথ সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ “বাংলা কথাসাহিত্য : বিচিত্র পাঠ”। এছাড়া একক সম্পাদনায় বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশের পথে। এবং বেশ কয়েকটি প্রবন্ধ সংকলনে লেখা প্রকাশিত হয়েছে।
প্রিয় লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর ও মানিক বন্দ্যোপাধ্যায়।