ভাষা অ্যাভিনিউ
- পঙ্কজ বিশ্বাস
ভাষার কর্মকাণ্ডে আছে গণিতধর্ম, কান্ডজ্ঞানে আছে রসায়ন। স্বভাবে সে একমেবাদ্বিতীয়ম্। বিস্তারে বহু। পশু, পাখি, পতঙ্গ-সকলেরই নিজের মতো করে ভাষা আছে। বাকহারা হয়ে পড়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাষার মৃত্যু সভ্যতার অপূরণীয় ক্ষতি। কবিতার আধারে এক একটি নিরীহ শব্দও হয়ে ওঠে মুক্ত। কবিতা-উপন্যাস—প্রবন্ধ সবারই আলাদা আলাদা মেজাজ। ঠিক তেমনই রাজনীতি-বারবনিতা-ভার্চুয়ালের ভাষার রকমফের। ভাষা দেহের নিরালাতেও। প্রেম যদি আগুন হয়, প্রেমের ভাষা তবে হলকা। ‘নদের নিমাই’ যেমন বিখ্যাত, বিখ্যাত নদের ভাষাও। ভুত নয়, বাংলা ভাষার বর্তমান দেখলে সতি চমকে যেতে হয়। ভাষার এতসব পসরা গল্পের ঢঙে এই বইয়ে সাজানো।
জন্ম ১০ আগস্ট ১৯৮৭। নদিয়ার রানাঘাটে। শ্ৰীধরপুর গ্রামে। প্রাথমিক শিক্ষা রামকৃষ্ণ সারদা মিশন ইনস্টিটিউশন। পুর্ণনগর পূর্ণচন্দ্র উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকা। চাকদহ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বর্তমানে চাপড়া গভর্নমেন্ট কলেজে অধ্যাপনারত। পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চলছে পি.এইচ.ডি. গবেষণার কাজ। বিষয় ‘সুনীলের কবিতা; বৈচিত্রের রৌদ্রছায়া’। প্রকাশিত কবিতার বই ‘একুশ লোকের অমৃত নোট’। এটি তৃতীয় বই। নেশা সাহিত্য, সিনেমা, গান।