ভাষানীতি ভাষাপরিকল্পনা
- লিপিকা সাহা
বর্তমান সময়ে ফলিত ভাষাবিজ্ঞান (Applied Linguistics)-এর নানা দিক নিয়ে নানা ভাবে চর্চা হচ্ছে। ‘ভাষাপরিকল্পনা’ ফলিত ভাষাবিজ্ঞানের একটি বিশেষ দিক। মানবজীবনে তথা সমাজে ভাষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা—ক্ষমতা এবং ক্ষমতায়নের হাতিয়ার। তাই, তাকে বিশৃঙ্খল হলে চলেনা। সেইজন্য বিভিন্ন সময়ে ব্যক্তিগত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং সরকারি উদ্যোগে ভাষানীতি ও ভাষাপরিকল্পনার মাধ্যমে ভাষাকে বিধিবদ্ধ করার চেষ্টা হয়। এর সঙ্গে সঙ্গে ভাষাগত সাম্রাজ্যবাদ, ভাষাবাস্তুবিদ্যা, ভাষা-অর্থনীতি ইত্যাদি বিষয়গুলিও উঠে আসে। পাশাপাশি বাংলাভাষার পরিকল্পনাও আলোচ্য হয়ে ওঠে। এইসব বিষয়গুলি খুব সংক্ষেপে এই গ্রন্থে যেভাবে তুলে ধরা হয়েছে—তাতে ভাষাবিজ্ঞানের আগ্রহী পাঠক এবং সাধারণ পাঠকের কাছে অত্যন্ত সহজ পাঠ্য হবে।