হে পূর্ণ, তব চরণের কাছে ভারতাত্মার সন্ধান
- জহর এ মণ্ডল
“হে পূর্ণ, তব চরণের কাছে : ভারতাত্মার সন্ধান গ্রন্থটে তিনটি অধ্যায়ে বিভাজিত। প্রথম অধ্যায়ে আছে সঞ্জীবচন্দ্ চট্টোপাধ্যায়ের 'পালামৌ”, অন্নদাশঙ্কর রায়ের “পথে প্রবাসে” প্রবোধকুমার সান্যালের 'মহাপ্রস্থানের পথে”, প্রমোদকুমার চট্টোপাধ্যায়ের 'যমুনোত্তরী হতে গঙ্গোত্তরী ও গোমুখ” ও অবধূতের “মরুতীর্থ হিংলাজ” ভ্রমণসাহিত্যগুলির মনোগ্রাহী আলোচনা । দ্বিতীয় অধ্যায়ে আছে নবনীতা দেব সেনের কয়েকটি নির্বাচিত ভ্রমণগ্রন্থের রমণীয় ভাষ্য নির্মাণ। তৃতীয় অধ্যায়ে আছে হে পূর্ণ, পাঠ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপযোগী পাঠ নির্মাণ।