জ্যোতির্ময় শ্রীচৈতন্য
- ভবেশ মজুমদার
সমসাময়িক প্রেক্ষিতে শ্রীচৈতন্য পরিমাপ অর্থহীন, নামকরণেই স্পষ্ট। তিনি কালোর্ত্তীণ ও যুগোত্তীর্ণ ব্যক্তিত্ব। ষোড়শ শতকের রেনেসাঁস থেকে একালের ভাবনায় শ্রীচৈতন্য বড়ই প্রাসঙ্গিক। তাঁকে ছাড়া মানব চৈতন্য অন্ধ-বন্ধ। সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি-ধর্ম কিংবা দর্শন চৈতন্য আলোকে উদ্ভাসিত এখনো। সেই কারণেই আমাদের এই আন্তরিক প্রয়াস।
ড. ভবেশ মজুমদার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে হাজার ১৯৯৫ ও ১৯৯৭ সালে। উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত তার আগ্রহের জায়গায়। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক তাপস বসুর তত্ত্বাবধানে মঙ্গলকাব্য-গবেষণা করেছেন।সুধীজন কর্তৃক প্রশংসিত হয়েছে তার "মঙ্গলকাব্য আর্য-অনার্য সংস্কৃতি সমন্বয়" গবেষণা কর্মটি। লোকসংস্কৃতির প্রতিও রয়েছে তার সমান ভালবাসা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অর্থানুকূল্যে "গাছি সম্প্রদায় জীবন ও সংস্কৃতি" শিরোনামে অনু-গবেষণা করেছেন। বর্তমানে সুধিরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে (মাজদিয়া) সহযোগী অধ্যাপক পদে কর্মরত।