কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ড আসরফী খাতুন
- আসরফী খাতুন
কবি আসরফী খাতুন কবিতার উপাদান সংগ্রহ করেছেন নিজেরই বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে৷ তার লেখা প্রতিটি কবিতা। আসরফী খাতুন-এর কবিতার বিশেষত্ব হোল তার প্রতিটি কবিতার মধ্যেই কোনো না কোনো বার্তা থাকে। কবিতায় ফুটে ওঠে সার্বজনীন মানবজীবনের কথা। তার কবিতা জীবনের কবিতা। কবিতাই জীবন হয়ে ওঠে । তিনি অনায়াসেই বলতে পারেন, “জীবনই কবিতা, কবিতাই জীবন”। কবি অবলীলায় কবিতার অমিয়সাগরে অবগাহন করে তুলে আনতে পারেন মহামূল্যবান কবিতার মণিমুক্তা। ইতিমধ্যে আসরফী খাতুন-এর “কবিতা সমগ্র” প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। এটি তার “কবিতা সমগ্র" দ্বিতীয় খণ্ড । আশা করা যায় এই গ্রন্থটিও পাঠক সমাজে সমাদৃত হবে।
বাঁকুড়া জেলার সোনামুখী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা কথাসাহিত্যে পি.এইচ.ডি. করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তার অজস্র গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত। ‘রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ’ গবেষণাকর্মটিও পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। বর্তমানে ‘বাঙালি মুসলমানের সমাজ ও সংস্কৃতি’ বিষয়ক গবেষণাকর্মে নিযুক্ত। স্কুল জীবনে সাহিত্যে হাতেখড়ি। প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরাফুল’ (১৯৮৮)। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, শিশুপাঠ্য প্রায় চোদ্দটি গ্রন্থ প্রকাশিত। এছাড়া তিনি শিশুদের জন্য ‘লালপরি নীলপরি’ নামে একটি পত্রিকা ২০০২ সাল থেকে সম্পাদনা করছেন। সাহিত্যের জন্য পেয়েছেন অজস্র পুরস্কার ও সংবর্ধনা।।