মঙ্গলকাব্যে নিম্নবর্গের অবস্থান
- রুমা বন্দ্যোপাধ্যায়
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রায় অনেকটা সময় জুড়ে রয়েছে মঙ্গলকাব্য। সেই সময়কার রাজনৈতিক পালাবদল, সমাজ পরিস্থিতি, বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রা - এই বৃহত্তর চলমান ইতিহাসের ছেড়া ছেড়া সূত্রগুলি মঙ্গলকাব্যের কাহিনী অংশের চুলানের সঙ্গে সঙ্গে গাঁথা হয়ে গেছে। সেইসঙ্গে রয়েছে মঙ্গলকাব্যের উৎপত্তিকালীন ইতিহাস ও মঙ্গলকাব্যের দেবদেবীর উদ্ভবের কারণ নির্ণয়ের প্রচেষ্টা, যে আলোচনায় মিশে আছে নিম্নবর্গের মানুষের কথা। নিম্নবর্ণের দেবতা ও মানুষ উভয়েই দেবী মহিমায় যথাক্রমে স্বর্গে ও মর্তে উচ্চ আসন লাভ করেছে। রাজনৈতিক পালাবদলের সময় আর্য-অনার্য সম্মিলিত হওয়ার প্রচেষ্টা, তৎকালীন সমাজ প্রেক্ষিতে নিম্নবর্ণের অবস্থান, মঙ্গলকাব্যে বিভিন্ন বৃত্তিজীবী মানুষের চিত্র এবং নিম্নবর্গের উত্তরণ - নিম্নবর্গের লৌকিক দেবতার অলৌকিক দেবতা হয়ে ওঠা, নিম্নবর্গের দেবতার কৃপালাভে নিম্নবর্গের মানুষের উত্তরণ ঘটার জায়গাগুলোকে তুলে আনার চেষ্টা করা হয়েছে।
জন্ম : কলকাতা, ১৯৫৯।
শিক্ষা : উচ্চপদস্থ সরকারী কর্মচারী বাবার বদলীর সুবাদে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাগ্রহন করে ‘জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির বালিকা বিদ্যালয়’ থেকে উচ্চমাধ্যমিক, বারাসাত সরকারী মহাবিদ্যালয় থেকে ‘বাংলা’ সম্মান সহ স্নাতক, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘বাংলা ভাষা ও সাহিত্য’-এ স্নাতকোত্তর এবং ‘স্বাধীনতা-উত্তর, বাংলা উপন্যাসে নিম্নবর্গের অবস্থান (১৯৪৭ – ১৯৭৭) এই অভিসন্দর্ভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. উপাধি প্রাপ্তি।
কর্ম : কর্মজীবন শুরু বেহালা গার্লস হাইস্কুলে শিক্ষকতা ও পরে মহেশতলা মহাবিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপিকা হিসাবে অধ্যাপনার মধ্য দিয়ে। ১৯৯৪ এর ১০ই নভেম্বর থেকে খিদিরপুর মহাবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা।
প্রকাশিত গ্রন্থ : ‘স্বাধীনতা-উত্তর, বাংলা উপন্যাসে নিম্নবর্গের অবস্থান।