ঔপনিবেশিক বিহার এবং প্রফুল্ল রায়ের উপন্যাস
- প্রিয়কান্ত নাথ
ঔপনিবেশিক বিহার এবং প্রফুল্ল রায়ের উপন্যাস
প্রিয়কান্ত নাথ-এর জন্ম ১৯৭২ সালের ২৩ জানুয়ারি আসামের কাছাড় জেলার বিহাড়া নামক গ্রামে। আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর বর্তমানে উক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক পদে বৃত। সাহিত্যকে লেখক একান্তই সদর্থক দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন সমাজের ব্যাধি চিহিন্ত করে সাহিত্য এবং তার প্রতিকার-এর পথও বাতলে দেয়। সাহিত্য সত্যে আস্থা স্থাপন সভ্যতাকে মানবতাবাদের সাথে যুক্ত করে দেখতেও সাহায্য করে। এই সুসংস্কৃত ভাবনা-চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে লেখকের বিভিন্ন রচনায় এবং গ্রন্থে 'কাল-বিভাজিত বাংলা উপন্যাস”, ২০০৭; “বাংলা উপন্যাসে ইতিহাসের পুননির্াণ” (সম্পাদিত), ২০১৬; “বাংলা উপন্যাস : সংজ্ঞার সন্ধানে” সেম্পাদিত), ২০১৭।