পাঞ্চজন্য (২য় খণ্ড)
- শ্রাবস্তী রায়
মানব সভ্যতার চলমানতা বার বার স্তব্ধ হতে গিয়ে পুনরায় পথ পেয়ে যাবে এটা স্বাভাবিক। সমাজবদ্ধ মানুষ তার অস্তিত্বের বিপন্নতাকে স্বগত কৌশলে পুনরায় স্বস্তি দিতে অনুপ্রাণিত হবে, এটাও স্বাভাবিক। সমাজ, সভ্যতা মানুষ ও মানুষের পরিচয় - ভাষা এভাবেই নিয়ম মেনে মূল খাতে প্রবাহিত হয়। কখনও কালের নিয়মে, কখনও কোনো যুগাবতারের বলিষ্ঠতায় প্রতিকূলতার গতি চিরে এভাবেই তার অস্তিত্ব টিকে থাকে বঙ্গে-ভারতে বিশ্বে। তার সৃষ্টিশীল মনন নবনির্মীত প্রয়াসে কালের দাবী মেনে নিতে নিজেকে যেমন নতুন করে সাজিয়ে নেবে, তেমন সেই সাজগোজে রেখে যাবে ঐতিহ্যের সুচারুতা। তাই এই সংকলনের অবতারণা, প্রবন্ধগুলির ভিন্ন ভিন্ন অভিমুখ। জীবনের বিভিন্ন দিকে নানান কৌণিক আলোকপাত।