প্রসঙ্গ : রবীন্দ্রনাথের সাহিত্যতত্ত্ব
- প্রতাপরঞ্জন হাজরা
মনকে অক্ষরে অক্ষরে গেঁথে যে সাহিত্য তৈরী করা হল তার মধ্যে কোন্ ছবি ধরা পড়ল ? ঘটনাপ্রবাহ নাকি মনযাপনের রঙে বর্ণ পাওয়া কোনও অনুভব্যাপন, যেখানে ঘটনাটি কেবল একটি উপলক্ষ্য মাত্র ? হৃদয় জারনের রসে আর ভাবনার অনুঘটকে যা সৃষ্টি হয় তা কি বিশ্বস্রষ্টার সমান্তরালে আরেক জীবননাট্যকে উপস্থাপন করে? সাহিত্যের সেই গোড়ার কথাটি, তাঁর নানা আঙ্গিক ও অঙ্গিকারকে রবীন্দ্রনাথ বিশ্লেষকের চোখে খুঁজে দেখলেন। আর সেইসব হৃদয় ছোঁওয়া প্রবন্ধের সঙ্গে সময়যাপনের পর জেগে ওঠা ভাবনার কিছু আলাপন মেলে ধরা হল এই গ্রন্থের আলোচনায়।