ঋগ্বেদে ধৰ্ম সমন্বয় ভাবনা ও অন্যান্য প্রবন্ধ
- জহরলাল বেরা
“জগতের মৌলিক সত্তার অন্বেষণে তথা প্রাচীন খষিগণের ধ্যান-ধারণার সাথে সাথে আধুনিক ভারতের তিন ক্ষণজন্মা পুরুষ-_যীদের চিন্তা-চেতনা বা কর্ম-সাধনা কেবল ভারত-ভূমিতে নয়, বিশ্বমানবসমাজে আলোড়ন তুলেছিল। অবদান অসামান্য সেই বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, কবির্মণীষী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন-সাধনার স্বরূপ বিষয়ে যথাযথ আলোকপাত করা হয়েছে এ গ্রন্থের প্রবন্ধাবলীতে।”