SYAM SUDHAKAR AND THE LANDSCAPE OF POETRY A CRITICAL STUDY
- অনামিকা চক্রবর্তী।
SYAM SUDHAKAR AND THE LANDSCAPE OF POETRY A CRITICAL STUDY - Anamika Chakraborty
দক্ষিণ আসামের শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। গুরুচরণ কলেজ থেকে বাংলায় সাম্মানিক সহ স্নাতক (১৯৯৪)। আসাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর (১৯৯৬)। মেধা তালিকার শীর্ষে থাকায় স্বর্ণপদক লাভ। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ‘জ্যোতির্ময়ী দেবী : নারীচেতনাবাদের দৃষ্টিতে’ শীর্ষক বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ (২০০৮)। ছাত্রজীবন থেকেই লেখালিখি শুরু। অধ্যয়নের ক্ষেত্র মূলত প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা। প্রিয় বিষয়—সাহিত্যতত্ত্ব। উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এবং সঙ্কলন গ্রন্থের অন্তর্ভুক্ত রচনা পাঠক মহলে অভিনন্দিত হয়েছে।