উপনিবেশের নাট্যচর্চা : গিরিশচন্দ্র বিল্বমঙ্গলঠাকুর
- গৌরাঙ্গ দণ্ডপাট
ইংরেজ আমলের বাংলা নাট্যচর্চায় গিরিশচন্দ্রের উপস্থিতিকে অগ্রাহ্য করতে না পারলেও স্ব-ঘোষিত প্রগতিবাদী সমালোচকের চোখে পুরান-ভক্তির আড়ালে তিনি আপসকামী। ব্যতিক্রমী উৎপল দত্ত ও তার গিরিশমানস। পরাধীনতার বিরুদ্ধে ধর্ম-পুরাণ সেখানে হাতিয়ার। এই বই গিরিশচন্দ্রের মর্মভেদী পাঠে দেখায়, ধর্ম-পুরাণ-ভুক্তির রূপকের অন্দরে কী আশ্চর্য সংশ্লেষে জড়িয়ে আছে সেকালীন নগরজীবনের নানা সামাজিক অনুষঙ্গ—মনস্তাত্ত্বিক উচাটন। আপাত নিরীহ ভক্তিমূলক ‘বিল্বমঙ্গল’-এ সন্ধান মেলে বাজার-বাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা। চাহিদায় লাগাম পরানোর বার্তা।