উত্তর পূর্ব ভারতে বাংলা সাহিত্যচর্চা
- অগ্নিমিত্রা পাণ্ডা
উত্তর-পূর্ব ভারতে বাংলা সাহিত্যচর্চা আবহমান কাল ধরেই চলে আসছে। তবুও বৃহত্তর বাংলা ভাষাভাষী, পাঠকগোষ্ঠী সেই সাহিত্যচর্চার স্বাদগ্রহণে প্রায়শই বঞ্চিত। এই বইটিতে মোট আটটি প্রবন্ধের মধ্যে অসম, ত্রিপুরা ও শিলং-এর ছোটগল্পের নানা বিষয়ে আলোচনা, নাগাল্যাণ্ডের বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস, বরাক উপত্যকার বাংলা লিটিল ম্যাগাজিনের সংক্ষিপ্ত ও ধারাবাহিক ইতিহাস এবং দুটি পুস্তক পর্যালোচনা স্থান পেয়েছে। প্রায় অপরিচিত এই সাহিত্যজগৎকে আলোকিত ও বিশ্লেষিত করাই বর্তমান বইটির উদ্দেশ্য।
জন্ম ৬ মার্চ, ১৯৯০। বিশ্বভারতীর আনন্দপাঠশালা থেকে শুরু করে পাঠভবন, উত্তর শিক্ষা সদন ও ভাষা-ভবনে যাবতীয় পড়াশুনো এ-পর্যন্ত। বিশ্বভারতীর স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণীতে প্রথম। বোলপুর কলেজের বাংলা বিভাগে অতিথি অধ্যাপিকা রূপে যুক্ত ছিলেন। বর্তমানে ইউ জি সি-র নেট স্কলার রূপে বিশ্বভারতীর বাংলা বিভাগে পি.এইচ. ডি. গবেষণারত।