বিদ্যাসাগর মনন ও সৃজন
- বেলা দাস, বিশ্বতোষ চৌধুরী
নারী প্রগতি আন্দোলনের এক বহিশশিখার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতদিন নারী বিদ্যাসাগর থাকবেন তাদের পথপ্রদর্শকের ভূমিকায় পাহাড়প্রমাণ মধ্যযুগীয় শিক্ষার যে প্রদীপটুকু তিনি প্রজ্বলন করেছিলেন, বিধবা বিবাহ প্রচলন করে নারীমুক্তির যে নতুন দিশাটি তিনি উন্মোচিত করেছিলেন মুক্তিকামী মানবতার বিদ্যাসাগরে অবগাহন করবেন। জন্মের দ্বিশতবর্ষ পরেও বিদ্যাসাগর তাই আজ সমভাবে প্রাসঙ্গিক। তার কর্মের ও চিন্তার প্রাসঙ্গিকতার বহুমুখী আলোচনার এক পরিসর এই গ্রন্থ