যাত্রা গান প্রেক্ষাপট নদীয়া
- আনন্দমোহন মণ্ডল
বাংলার ঐতিহ্যবাহী অতি প্রাচীন লােকশিল্পকলা যাত্রা, যার উদ্ভব ও বিস্তারের মধ্যে নিহিত আছে বাংলার সমাজ মানসিকতার বিভিন্ন দিক। পশ্চিমবঙ্গের যাত্রা আলােচনায় কলকাতা সম্পর্কে যে ব্যাপক আলােচনা চোখে পড়ে তুলনামূলকভাবে জেলার যাত্রার ইতিহাসে নেই বললেই চলে। অথচ জেলার বিশেষত নদীয়া জেলার যাত্রা অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ, তাই জেলাকে বাদ দিয়ে শুধুমাত্র কলকাতার পর্যালােচনায় যাত্রার ইতিহাস সম্পূর্ণ হয় না। লেখকের দীর্ঘদিনের পরিশ্রমের সংগৃহীত তথ্যে নদীয়া জেলার যাত্রাপালার ইতিহাস নির্ভর কিছুটা রচিত হলাে এই গ্রন্থে।