আধুনিক সাহিত্য ভাবনায় কর্ণকুন্তী-সংবাদ ॥
- সুদীপ্তা তরফদার
সমগ্র নাট্য জীবনে রবীন্দ্রনাথ সন্ধান করেছিলেন বাংলার নিজস্ব নাট্যবিন্যাস। ‘কর্ণকুন্তী-সংবাদ’ এই পরীক্ষা-নিরীক্ষার ধারায় একটি মাইলস্টোন। সমকালীন কোন্ প্রেরণা কাজ করেছিল নাটকটির মূলে ? কাব্যনাট্যের আঙ্গিক, না কি নতুন কোনো শিল্পরূপ এ নাটকে ধরা পড়েছে? আধুনিক পাঠক কিভাবে গ্রহণ করেন এ নাটক? ‘কুন্তী’—চরিত্রে কি খুঁজে পাওয়া যায় আধুনিক ‘নারীবাদের’ দর্শন — আধুনিক সাহিত্য ভাবনার আলোয়। এই গ্রন্থে উঠে এসেছে বিশ্লেষণের সেই সব গতিমুখ।