বাংলা শিল্প-আলোচনার প্রথম পর্ব
- সুদীপ্তা তরফদার
১৮৭৪ থেকে শুরু করে প্রায় ৭৫ বছর সময়কালে নব্যবঙ্গীয় শিল্প-সংস্কৃতির প্রেক্ষিতে বাংলাভাষায় শিল্প-সম্পর্কিত রচনা বিভিন্ন পত্র-পত্রিকাও গ্রন্থে প্রকাশিত হয়েছে। সেগুলির বিভিন্ন ধারা ও গতিপ্রকৃতি নির্ণয়ের চেষ্টা হয়েছে এ গ্রন্থে। স্বাধীনতা পর্যন্ত সময়কাল নির্দিষ্ট করে দেওয়ার কারণ, পরবর্তী বেশ কয়েক বছরে বাঙালীজীবনের নানা বিপর্যয়ে শিল্প-আলোচনার চরিত্র গিয়েছিল বদলে। তাই এই সময়-পর্বটিকে লেখক প্রথম পর্ব বলে চিহ্নিত করেছেন।