আমি ছিটমহলের মেয়ে
- অমিত পাল
সেদিন অজানা গন্তব্যের একটা ছোটো মালবাহী ট্রাকের পেছনে সাপের মতো নিঃশব্দে দুটো শরীর গলিয়ে দেয় প্রতাপ ও প্রতিভা রাস্তার দু-পাশে ঘন জঙ্গল, চাপ চাপ অন্ধকার গাড়ির আলোটাকে যেন হী করে গিলতে চাইছে। পেছনে ফেলে আসা রুগী বানিয়েছে। ঝিল্লিকে ঘিরেই জীবনের বাকি অঙ্কটা মেলাতে দুজনে বদ্ধ পরিকর। প্রতিভা ছিটমহলের মেয়ে, বিদ্যে বলতে এঁ পরাণ মাষ্টার যা দু-কলম দিয়ে গেছেন। সেদিন তীর গাঁয়ের এক টুকরো স্বাধীনতার খোঁজে আত্মঘাতী সিদ্ধান্তটা নিয়ে ঝাপিয়ে পড়ে নকশালে। বাপটা তো দ্যাশ দ্যাশ বেঘোরে প্রাণটা হারাল । যাদের কোন দেশ নেই, রাষ্ট্র নেই, নাগরিকত্ব নেই, গ্রামগুলো যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন এক একটা স্থলবেষ্টিত দ্বীপ, তাদের আবার কিসের স্বাধীনতা? ছিটমহলকে এই পাশব জীবন থেকে মুক্তি দিতে বন্দুক হাতে তোলে প্রতিভা । শুরু হয় প্রভারটির বিরুদ্ধে লড়াই এর এক নতুন অধ্যায়। শেষমেয প্রতিভা কি পেরেছিল ছিটমহলের মাটিতে স্বাধীনতার ছিটে ফৌটা বৃষ্টি আনতে? আমি ছিটমহলের মেয়ে উপন্যাসটি তারই দর্পণ।