অসমাপ্ত
- অমিত পাল
রবিঠাকুরের কাবাগুলোয় নিজেদের প্রেমজীবানে জোয়ার ভাটার টান অনুভব করেছিলো শ্রীকান্ত ও মন্লিকা। বিচ্ছেদের দীর্ঘ চৌদ্দ বৎসর পর হঠাৎ, দুজনের দেখা হয়ে যায় বাসস্টপে। প্রথমটায় ভীষন দেখার আগ্রহ আড়াল করে দুজনেই চোখ সরিয়ে নেয়। তারপর একদিকে পুরনো প্রেমের জাবর কাটা, অন্যদিকে ক্রমশ নতুন করে একে 'অনোর প্রতি দুর্বল হয়ে পড়া এবং পরকীয়া শব্দ সংযোজনে একে অন্যকে সাবধান করা। এদিকে আচমকা শ্রীকাস্তর এই বদল, স্ত্রী কমলিকাকে গভীর হতাশায় ফেলে দেয়। বিয়ের পর থেকেই শ্রীকান্ত ও কমলিকার দাম্পত্য প্রেমটা আপেক্ষিক, কখনো প্রিয়জনে কখনো প্রয়োজনে। অযাচিত একটি জটিল দোটানা উচাটন শ্রীকাস্তুকে দিনরাত্রির অরপ্যে নিক্ষেপ করে। তারপর এক আকস্মিক দুর্ঘটনায় তাকে ফিরে যেতে হয় নিজেরই শশূন্যস্থানে। তার লেখা সব কবিতাই কাগজের নৌকো হয়ে ভাসতে ভাসতে পুরানো এক পাহাড়ে থাকা খেয়ে প্রবাহ হারায়। আজ সে এক নপুংস কলমের কবি। শুধুমাত্র লিকা ও কমলিকার চুড়ান্ত এক দাত শ্রীকাস্তুকে নিজ শূন্যতার র্যাকহোলে ঠেলে দেয়। শেষমেষ শ্রীকান্ত কি পারবে সে তন্ধকার খুড়ে আলো বার করতে॥ নাকি গল্পটা অসমাপ্তই থেকে যাবে?