বাংলা ঐতিহাসিক নাটকে অনৈতিহাসিক উপাদানের স্বরূপ
- পলাশ খাটুয়া
বাংলা ঐতিহাসিক নাটকে অনৈতিহাসিক উপাদানের স্বরূপ – পলাশ খাটুয়া
পলাশ খাটুয়ার জন্ম সাবেক মেদিনীপুরের তমলুকে ৭ই আগস্ট ১৯৮২। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাশ করার পর বর্তমানে বাংলা নাটক নিয়ে গবেষণারত। অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ে। নানা পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে নানা আলোচনাচক্রে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন।