ম্যাজিক রিয়ালিজম ও বাংলা সাহিত্য
- পলাশ খাটুয়া
বহুচর্চিত বিষয় ‘ম্যাজিক রিয়ালিজম’ নিয়ে বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই ‘ম্যাজিক রিয়ালিজম ও বাংলা সাহিত্য। একাধারে ম্যাজিক রিয়ালিজমের তত্ত্ব এবং তার প্রয়োগ কেমন ভাবে বাংলা তথা আন্তর্জাতিক সাহিত্যে ছাপ ফেলেছে তা দেখানোই গ্রন্থটির মূল উদ্দেশ্য। উনিশ জন লেখক তাদের নিজস্ব বিচার পদ্ধতিতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রবন্ধগুলিতে প্রকাশিত মতামত একান্তভাবে তাদেরই ব্যক্তিগত, সম্পাদক কোনোরকম সম্পাদকীয় অধিকার ফলান নি। যাঁরা এতে লিখেছেন তাদের মধ্যে কৃতবিদ্য পণ্ডিতেরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন উদীয়মান গবেষকরা। অবশ্য সংগ্রহযোগ্য এ বই ম্যাজিক রিয়ালিজম চর্চার ইতিহাসে নিজের স্থান করে নিতে পারবে বলে আশা করা যায়।
পলাশ খাটুয়ার জন্ম সাবেক মেদিনীপুরের তমলুকে ৭ই আগস্ট ১৯৮২। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাশ করার পর বর্তমানে বাংলা নাটক নিয়ে গবেষণারত। অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ে। নানা পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে নানা আলোচনাচক্রে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন।