বরাক উপত্যকার লোককথা অবয়ববাদী পাঠ
- রমাকান্ত দাস
আসাম রাজ্যের দক্ষিণাংশের করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দি ‘জেলা’ তিনটি নিয়ে গঠিত বরাক উপত্যকা। বাঙালি অধ্যুষিত এই উপত্যকা ভৌগোলিক, প্রাকৃতিক ও পরিবেশগত কারণে হয়ে উঠেছে লোকসংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার। এই গ্রন্থে উপত্যকার বিভিন্ন অঞ্চলে বহু বছর ধরে ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে সংগৃহীত লোককথার এক অপুর্ব ডালি উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে অবয়ববাদের সংজ্ঞা-স্বরূপ ও বিভিন্ন বিদ্যাশৃঙ্খলার তত্ত্বটির প্রায়োগিক দিক এবং অবয়ববাদী কয়েকজন বিখ্যাত তান্ত্রিকের দৃষ্টিকোণের নিরিখে লোককথার অবয়ববাদী বিশ্লেষণের ধরণও অত্যন্তু নৈপুন্যের সঙ্গে তুলে ধরা হয়েছে।
ড. রামাকন্তু দাস লোকসাহিত্য-সংস্কৃতির একজন একনিষ্ঠ গবেষক। তাঁর প্রকাশিত বইগুলি – বরাক উপত্যকার স্থান নাম (২০০৯), বরাক উপত্যার লোকঐতিহ্য (যৌথ-২০১৪), কৈবর্ত সম্প্রদায় : উদ্ভব ও পরিচিতি (২০১৫), বরাক উপত্যকার স্থাননাম কোশ (২০১৭) এবং বরাক উপত্যকার কৈবর্ত সম্প্রদায় প্রচলিত মেয়েলি গীত (যন্ত্রস্থ)। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রায় ৫০ টি প্রবন্ধের রচত্রয়িতা।