বরাক উপত্যকার স্থাননাম কোশ
- রমাকান্ত দাস
বরাক উপত্যকা আসামের দক্ষিণপ্রান্তের তিনটি জেলার ভৌগোলিক পরিচিতি। এই উপত্যকার স্থাননামগুলি বৈচিত্র্যের অপরূপ সম্ভার। স্থাননাম নামক বিদ্যাচর্চার মাধ্যমে ইতিহাস, কিংবদন্তি থেকে শুরু করে নানা জনগোষ্ঠীর সমাজ,সংস্কৃতি, অর্থনীতি, ভাষাতত্ত্ব, লোকসাহিত্য ইত্যাদি নানা বিষয় সম্বন্ধে অবগত হওয়া যায়। বরাক উপত্যকার স্থাননাম সম্পর্কিত এই কোশগ্রন্থটি এই অঞ্চলের অগ্রন্থিত ইতিহাস, অকথিত কিংবদন্তি, বিভিন্ন জনগোষ্ঠীর সমাজ-সংস্কৃতি বিষয়ে অনুচ্চারিত অনেক তথ্যের উদ্ভাসন। এটি এই উপত্যকার স্থাননাম বিষয়ে লেখকের দ্বিতীয় পূর্ণাঙ্গ গ্রন্থ।
ড. রামাকন্তু দাস লোকসাহিত্য-সংস্কৃতির একজন একনিষ্ঠ গবেষক। তাঁর প্রকাশিত বইগুলি – বরাক উপত্যকার স্থান নাম (২০০৯), বরাক উপত্যার লোকঐতিহ্য (যৌথ-২০১৪), কৈবর্ত সম্প্রদায় : উদ্ভব ও পরিচিতি (২০১৫), বরাক উপত্যকার স্থাননাম কোশ (২০১৭) এবং বরাক উপত্যকার কৈবর্ত সম্প্রদায় প্রচলিত মেয়েলি গীত (যন্ত্রস্থ)। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রায় ৫০ টি প্রবন্ধের রচত্রয়িতা।