চিলেকোঠার সেপাই : বীক্ষণে ও বিশ্লেষণে
- দীনবন্ধু মণ্ডল
‘চিলেকোঠার সেপাই’ বাংলা কথাসাহিত্যে এক স্থায়ী সম্পদ, এক অভিনব স্থাপত্য। কথাকার আখতারুজ্জামান ইলিয়াস এই উপন্যাসে কথাসাহিত্যের নতুন এক ভুবন নির্মাণ করেছেন। এই ভিন্ন ঘরানার উপন্যাস সম্পর্কে সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে এই গ্রন্থে। টেক্সট বা মুল পাঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই রচনার ক্ষেত্রে। উপন্যাসটির অন্তরঙ্গ পাঠ থেকেই লেখকের দেশকাল চেতনা, চরিত্রসৃষ্টি, নামকরণ, ইতিহাসচেতনার দিক গুলি সম্পর্কে নিবিষ্ট আলোকপাত ঘটেছে। সেই সঙ্গে ঔপন্যাসিকের চিন্তা চেতনার অনুবিশ্ব, ম্যাজিক রিয়ালিজম, পাঠান্তর ও রূপান্তর সম্পর্কিত আলোচনা বিশেষ রসাস্বাদন যুক্ত হয়ে প্রকাশ পেয়েছে এই গ্রন্থে।
জন্ম ১৯৮৪। বীরভূম জেলার সাঁইথিয়া থানায় এক প্রত্যন্ত গ্রামে। ময়ূরাক্ষী নদীর উর্বর পলিমাটি আর বাঁশবন ঘেরা পরিবেশে বেড়ে ওঠা। ‘বিশ্বভারতী’র বাংলাবিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। ইউ.জি.সি.র জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পেয়ে বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। শিক্ষকতা জীবনের সুচনা বীরভূমের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে, তারপর বর্ধমানের খাঁজি কিউ.এ.আজিম উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মুর্শিদাবাদ জেলার সালারের মুজফফর আহমদ মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে ২০১৬ সালে শ্রেষ্ঠ গবেষক সম্মানে সম্মানিত গবেষণা ও লেখালেখির বিষয় মূলত বাংলা কথাসাহিত্য। নানা পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত।