সত্তর পরবর্তী বাংলা উপন্যাসে গ্রামজীবনের রূপরেখা
- দীনবন্ধু মণ্ডল
বাংলা সাহিত্যের সঙ্গে গ্রামজীবনের যোগ অত্যন্ত নিবিড়, গভীর এবং সুপ্রাচীন। চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তনের গ্রামজীবন আজ আর নেই। দেশকালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার রূপান্তর, ভাবান্তর হয়ে চলেছে। তারাশঙ্কর-বিভূতি-মানিক বন্দ্যোপাধ্যায়ের সময়ের গ্রামজীবনের পনেরো আনাই আজ নিশ্চিহ্ন। বিশ শতকের সত্তর দশক পরবর্তী সময়ে দেশকালের জারণ-বিজারণে গ্রামবাংলা ব্যাপক বিস্তারে বদলে যেতে থাকে। বদলে যাওয়া সময়, বদলে যাওয়া গ্রামসমাজ, বদলে যাওয়া গ্রামের মানুষ, বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে এই সময়ের বিভিন্ন উপন্যাসে। এই নতুন কালের, নতুন পরিস্থিতির গ্রামজীবন সম্পর্কে মননসমৃদ্ধ আলোচনা করা হয়েছে এই গ্রন্থে। এই আলোচনা একই সঙ্গে বহুমুখী ভাবনা ও নানা প্রশ্নের মুখোমুখি করে তোলে।
জন্ম ১৯৮৪। বীরভূম জেলার সাঁইথিয়া থানায় এক প্রত্যন্ত গ্রামে। ময়ূরাক্ষী নদীর উর্বর পলিমাটি আর বাঁশবন ঘেরা পরিবেশে বেড়ে ওঠা। ‘বিশ্বভারতী’র বাংলাবিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। ইউ.জি.সি.র জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পেয়ে বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। শিক্ষকতা জীবনের সুচনা বীরভূমের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে, তারপর বর্ধমানের খাঁজি কিউ.এ.আজিম উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মুর্শিদাবাদ জেলার সালারের মুজফফর আহমদ মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে ২০১৬ সালে শ্রেষ্ঠ গবেষক সম্মানে সম্মানিত গবেষণা ও লেখালেখির বিষয় মূলত বাংলা কথাসাহিত্য। নানা পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত।