কাহিনি সম্ভার
- অণিমা রায়
সমাজের বুকে দরিদ্র-নিরন্ন-নিঃস্ব -অসহায় দুর্বল মানুষকে বরাবরই রাজা-মহারাজা-জমিদার এবং সমাজপতিদের দল কখনো রক্তচক্ষু প্রযোগ করে, কখনো ধর্ম , কখনো কর্মফলের দৌহাই দিয়ে চিরপদদলিত করে, 'ভারবাহী পশুর পর্যায়ে ফেলে, সমাজের বোঝা টানতে বাধ্য করেছেন। অথচ এই শ্রেণীর মানুষ দেশের প্রকৃতিশক্তি। এদের শ্রমশক্তি দেশের অমূল্য সম্পদ। এই শ্রেণীর মানুষের মধ্যে এখন অঙ্কুরিত হচ্ছে নতুন চেতনার বীজ। কিন্তু সমাজ বা দেশের অন্তরাত্মার এমন কোন সম্বল এখন নেই, যা 'দিয়ে তাদের পদদলিত করে রাখবে। সেজন্য এককে অপরের বিরুদ্ধে লাগিয়ে সেই কাজটা সম্পন্ন করতে চাইছে। বর্তমানে দেশে এক নতুন শক্তির উত্থান 'ঘটেছে। যারা একসময় এ দুর্বল শ্রেণীর জীবনের শরিক ছিল, এখন তারা একটু মাথা তুলে, নিজেদেরকে ভাবতে শুরু করেছে অভিজাত বলে। নতুন শত্রু হিসেবে, দুর্বল শ্রেণীর বাড়বাড়ন্ত সহ্য করতে পারছে না। তাদের একারণ হিংসার প্রবণতা, অহেতুক পরশ্রীকাতরতার পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছে, যার কবলে হায়হায় করছে তারা। দোষ-অপরাধ-ছন্দ-বিবাদ, পাশাপাশি বাস করছে, যা কিছু ঘটুক না 'কেন, প্রশাসন তা গ্রাহ্য করছে না। বিচারের অধিকার পরিনত হয়েছে প্রহসনে। এযেন কাঁটা দিয়ে কাটা তোলা। এর শেষে কোথায়, সেটাই ভাবিয়ে তুলেছে আজ মানবিক গুণসম্পন্ন মানুষগুলোকে। সেই সব হাহাকারপ্রস্ত, অন্যায়ভাবে নিপীড়িত, কাহিনীগুলোতে।