কৃত্তিবাস ও রামকথা
- ভবেশ মজুমদার
সকল সাহিত্যরস-পিপাসু মনের জন্য রামকথা এক অক্ষয় রসভাণ্ডার রূপে বিরাজমান। ভারতবাসীর কাছে রামায়ণ কাব্য এমনই প্রাণের সম্পদ, সারা বিশ্বে যার তুলনা মেলা ভার। সমাজ-সংস্কারের অন্তরঙ্গ ছবি, গার্হস্থ্য-জীবনের পরিচয়, স্নেহের স্পর্শ একে চিরকালের সত্যের প্রতীকে পরিণত করেছে। উত্তরাকাণ্ডে বর্ণিত রামরাজ্য এখনো আমাদের স্বপ্ন। রামনাম এখনো পরমার্থীর আশ্রয়। রামকথার পরিচয় অনেকেই দিয়েছেন, ভবিষ্যতেও অনেকেই দেবেন। বর্তমান গ্রন্থে কৃত্তিবাসী রামায়ণের নানা কথা তুলে ধরা হয়েছে নবতর আঙ্গিকে, অনুসন্ধিৎসু দৃষ্টিতে।
ড. ভবেশ মজুমদার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে হাজার ১৯৯৫ ও ১৯৯৭ সালে। উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত তার আগ্রহের জায়গায়। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক তাপস বসুর তত্ত্বাবধানে মঙ্গলকাব্য-গবেষণা করেছেন।সুধীজন কর্তৃক প্রশংসিত হয়েছে তার "মঙ্গলকাব্য আর্য-অনার্য সংস্কৃতি সমন্বয়" গবেষণা কর্মটি। লোকসংস্কৃতির প্রতিও রয়েছে তার সমান ভালবাসা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অর্থানুকূল্যে "গাছি সম্প্রদায় জীবন ও সংস্কৃতি" শিরোনামে অনু-গবেষণা করেছেন। বর্তমানে সুধিরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে (মাজদিয়া) সহযোগী অধ্যাপক পদে কর্মরত।