লোককথার বর্ণমালা
- সৌগত চট্টোপাধ্যায়
লোককথা বিষয়ক আটাত্তরটি গবেষণাধর্মী প্রবন্ধের সংকলন ‘লোককথার বর্ণমালা’। লোককথার সাবেকী আলোচনার পাশাপাশি নিম্নবর্গ, লোকগণিত, পোস্টমর্ডানিজম, ম্যাজিক রিয়ালিজম্, লিঙ্গবৈষম্য, পরিবেশবিদ্যা ইত্যাদি আধুনিক চিন্তন যে কিভাবে লোককথার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে তা প্রতিপাদ্য করাই গ্রন্থটির মূল উদ্দেশ্য। পাশাপাশি জোর দেওয়া হয়েছে বাংলা সংস্কৃত এমনকি ইংরাজি সাহিত্যেও লোককথার প্রভাব কেমনভাবে বিদ্যমান তার প্রতি। গুরুত্ব আরোপ করা হয়েছে লোককথার চর্চা এবং ধারাটির প্রতিও। সেই সঙ্গে একথাও বলতে হবে, কেবল বাংলা লোককথা নয়, বঙ্গেতর ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে, এমনকি বিভিন্ন জনজাতির লোককথা কিভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তারও আলোচনা করেছেন ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের বরেণ্য পণ্ডিতেরা।
জন্ম কলকাতায় ১৯৭২। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অতিথি অধ্যাপনার সূত্রে অধ্যাপনা-জগতে পদার্পণ। বর্তমানে হাওড়ার রামসদয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। অতিথি অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লোকসংস্কৃতির প্রতিষ্ঠিত গবেষক। তার নিরলস গবেষণার ফল স্বরূপ বাংলার সংস্কৃতি জগৎ পেয়েছে অসামান্য কিছু গবেষণাগ্রন্থ। ‘অথ শঙ্খশিল্প কথা’, ‘বাংলার ব্রত এবং অবনীন্দ্রনাথ’, ‘বাংলার ছড়া ও ছড়ার বাংলা’ তার মধ্যে কয়েকটি। ‘লোককথার বর্ণমালা’ সেই ধারারই সাম্প্রতিকতম নিদর্শন হয়ে রইল। বাংলা সাহিত্য নিয়েও তার একাধিক গ্রন্থ প্রকাশিত। ‘উদীচী’ সাংস্কৃতিক পত্রিকার তিনি সম্পাদক। পি.এইচ.ডি. গবেষণার তত্ত্বাবধায়ক, রচিত গবেষণাপত্রের সংখ্যা শতাধিক।