লোকসংস্কৃতি আজকের ভাবনায়
- সৌগত চট্টোপাধ্যায়
বিশ্বলোকসংস্কৃতিচর্চার ইতিহাস আজ দ্বিশতবর্ষ অতিক্রম করেছে। উনিশ শতকের প্রারম্ভে যখন জার্মানিতে বিদ্যা হিসাবে তার শুভ সূচনা হয়, তখন “Folklore” শব্দটির জন্মই হয়নি। তখন “লোকসংস্কৃতি' বলতে যা বোঝানো হত এবং আজ “লোকসংস্কৃতি' বলতে যা বোঝানো হয় তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এই পার্থক্যগুলিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে এই গ্রন্থে । এবং সিদ্ধান্ত ঘোষিত হয়েছে _ “সংস্কৃতি সময়ের নির্মাণ। সময় বদলের সঙ্গে তার Text এবং Texture -এর বদল এক অবশ্যম্ভাবী ঘটনা । লোকসংস্কৃতিও এর ব্যতিক্রম নয়।” তাত্তিক প্রেক্ষিতে ঘোষিত এই সিদ্ধান্তই এই গ্রন্থের মূল সুর।
জন্ম কলকাতায় ১৯৭২। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অতিথি অধ্যাপনার সূত্রে অধ্যাপনা-জগতে পদার্পণ। বর্তমানে হাওড়ার রামসদয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। অতিথি অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লোকসংস্কৃতির প্রতিষ্ঠিত গবেষক। তার নিরলস গবেষণার ফল স্বরূপ বাংলার সংস্কৃতি জগৎ পেয়েছে অসামান্য কিছু গবেষণাগ্রন্থ। ‘অথ শঙ্খশিল্প কথা’, ‘বাংলার ব্রত এবং অবনীন্দ্রনাথ’, ‘বাংলার ছড়া ও ছড়ার বাংলা’ তার মধ্যে কয়েকটি। ‘লোককথার বর্ণমালা’ সেই ধারারই সাম্প্রতিকতম নিদর্শন হয়ে রইল। বাংলা সাহিত্য নিয়েও তার একাধিক গ্রন্থ প্রকাশিত। ‘উদীচী’ সাংস্কৃতিক পত্রিকার তিনি সম্পাদক। পি.এইচ.ডি. গবেষণার তত্ত্বাবধায়ক, রচিত গবেষণাপত্রের সংখ্যা শতাধিক।