Paramahamsa Prajnanananda : Neighbour Of My Soul
- শেখ মকবুল ইসলাম
Paramahamsa Prajnanananda is a noted Kriya Yoga Guru. He had invited he author to his Ashram (Hariharananda Gurukulam, Balighai, Puri, Orissa, India). This book contains four speeches delivered by revered Paramahamsa Prajnanananda, respected Samarpananandaji and by the author. The book also presents the author’s reaction on revered Prajnananandaji, impressions about his devotees as well as about the Ashram. Read this book and feel a tie with those who seek God.
তাঁর কলমে এক সমুদ্র উদ্বেল উপলব্ধি। তার প্রতিটি বর্ণলিখনে, হিমালয়ের নি’নড় প্রত্যয়। তাঁর জিজ্ঞাসার বহুধা-দৃষ্টি, পরিব্যপ্ত হয়েছে দিগন্তে। লোকসংস্কৃতির নানা দিক নিয়ে, বিগত ১৯ বছর ধরে, নিরলস কাজ করে চলেছেন। কলকাতার দি এশিয়াটিক সোসাইটির লোকসংস্কৃতির গবেষক হিসাবে জীবন শুরু। তুলনামূলক লোকসংস্কৃতি বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. উপাধি লাভ। স্বদেশে-বিদেশের একাধিক আলোচনাচক্রে, লোকসংস্কৃতির নানামাত্রিক আলোচনা করেছেন। কেবল ভারতবর্ষ নয়, এই উপমহাদেশে, লোকসংস্কৃতিবিজ্ঞানের একজন প্রত্যয়ী গবেষক তিনি। বহুমুখী যোগ্যতার সংহতি ও বিন্যাস, তার ব্যক্তিত্বের প্রধান গুণ। তাঁর গবেষণার বিষয়-বৈচিত্র্য বিস্ময় উদ্রেক করার মত। বাংলা ভাষায় লোকসংস্কৃতিবিজ্ঞান বিষয়ক তাত্ত্বিক আলোচনার অন্যতম রূপকার ড. শেখ মকবুল ইসলাম, বর্তমানে কলকাতার সেন্ট পলস্ ক্যাথিড্রাল মিশন কলেজে বাংলা সাহিত্যের অ্যাসোসিয়েট প্রফেসর। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অতিথি অধ্যাপক।