রবীন্দ্রনাথের ছোটগল্প বিচিত্র ভাবনা
- রজত কিশোর দে
বৈচিত্র্য নিয়ে আলোচিত হয়েছে বার বার বহু রবীন্দ্র আলোচকের হাতে। রবীন্দ্রগন্গের ভাণ্ডার অফুরন্ত । বর্তমান গ্রন্থে অধ্যাপক রজত কিশোর দে সম্পূর্ণ নিজস্ব রীতিতে গবেষকের ওৎসুক্য নিয়ে রবীন্দ্রগল্পের বিচিত্র ভাবনার অস্বেষণ করেছেন। একেবারে পাশ্চাত্য ট্রজেডি বা কমেডি নয়, রবীন্দ্রনাথের নিজস্ব ভাবনায় ট্রাজেডি বা কমেডি ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন তার গল্গপে _ যা একান্তই রাবীন্দ্রিক। অন্যদিকে দেখা গেল, শিশু, কিশোর কিংবা নারীদের পরিবার বা সমাজবৃত্তে অবস্থান কিংবা নরনারীর সম্পর্ক এবং বিবাহভাবনার বা লোকজীবন ভাবনার অশ্বেষণে রবীন্দ্রগল্গপের বিশিষ্টতা কোথায় - এরই বিশিষ্ট প্রয়াস ড. দে-র গ্রন্থটেকে ভিন্ন মাত্রায় পৌছে দিয়েছে।