দীনবন্ধু মিত্রের সধবার একাদশী
- রজত কিশোর দে
দীনবন্ধু মিত্রের ‘সধবার একাদশী’ বহু চর্চিত ও বহু আলোচিত প্রহসনধর্মী রচনা। ইতিপূর্বে এ গ্রন্থের সম্পাদনার ব্যাপারে অনেক বিদগ্ধ অধ্যাপক আগ্রহ দেখিয়েছেন। বর্তমান গ্রন্থের সম্পাদক ড. দে নিজস্ব রীতিতে ‘সধবার একাদশী’ নানান আঙ্গিকে আলোকপাত করতে প্রয়াসী হয়েছেন। বিশেষ - দৃষ্টিভঙ্গীতে নাট্যকর্মটির কাহিনিগত পরিচয়, চরিত্র-চিত্রণ, ভাষা-সংলাপের প্রয়োগে বিশেষ ব্যঞ্জনা, প্রহসনগত শিল্পসার্থকতা ও হাস্যরসের বিশেষত্বের বিশ্লেষণ করেছেন নিষ্ঠার সঙ্গে। সবমিলিয়ে গ্রন্থটি দীনবন্ধু মিত্র ও ‘সধবার একাদশী’ সম্পর্কে স্বল্পকথায় জানতে সাহায্য করবে।