রক্তকরবী : গানের ভিতর দিয়ে
- শ্রুতিনাথ চক্রবর্তী
রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের যে দশটি খসড়া পাওয়া যায় সেগুলির নির্ভরে নাটকের গানগুলির বিবর্তনের অনুপুঙ্খ আলোচনা এই গ্রন্থের মুখ্য উপজীব্য। গ্রন্থে একদিকে যেমন আছে গানগুলির হয়ে ওঠার ইতিহাস, তেমনি আছে তাদের শৈল্পিক বিকাশের তন্নিষ্ঠ বিশ্লেষণও। সবমিলিয়ে রক্তকরবী’র গানগুলির এক অসামান্য আর্কাইভ্যাল ও নান্দনিক সমালোচনা।
অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তীর জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলায়। উচ্চশিক্ষা লাভ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকেই রবীন্দ্রসাহিত্য বিষয়ে পি.এইচ.ডি.। বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। এছাড়াও কলিকাতা।বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়সহ বঙ্গের এবং বহির্বঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে যুক্ত। চর্চার প্রিয় বিষয় রবীন্দ্রসাহিত্য এবং সাহিত্যতত্ত্ব। রবীন্দ্রবিষয়ক তার দু’টি সাম্প্রতিক উল্লেখযোগ্য গ্রন্থ—“আমিয়েল ও রবীন্দ্রনাথ’ এবং 'Remorphing the Creations'.