সঞ্জীবচন্দ্রের পালামৌ : কিছু কথা
- মহুয়া ঘোষ
পালামৌ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমণ-সাহিত্যের জগতে দুটি অবিচ্ছেদ্য নাম। স্রষ্টার সৃষ্টিসুখের বন্ধন কতটা নিবিড় হতে পারে ‘পালামৌ’-এর কাহিনি তার সার্থক প্রমাণ। স্রষ্টা ও সৃষ্টির সেই বন্ধনের নিবিড়তার গভীরতা যাচাইয়ের প্রয়াসই ঘটেছে এই গ্রন্থে। সঞ্জীবচন্দ্রের ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি ‘পালামৗ’-এর মতো একটি ভ্রমণ-সাহিত্যের বিষয়ে মনোজ্ঞ ভঙ্গিমায় তথ্যসমৃদ্ধ আলোচনা এখানে পরিবেশিত হয়েছে। সঞ্জীবচন্দ্রের চিন্তাভাবনার গভীরতা-প্রসারতা, তাঁর দৃষ্টিভঙ্গি, সমালোচকের চেতনারসে জারিত হয়ে আরও সহজতার সঙ্গে পাঠকের সামনে উন্মোচিত হয়েছে এই গ্রন্থটির মাধ্যমে।