বাংলা নাটকে সমান্তরালতা
- কাকলী ভৌমিক
বাংলা নাটকে সূচনাপর্ব থেকে আধুনিক কাল পর্যন্ত নাট্য সাহিত্যের ধারায় বারবার পরিবর্তন ঘটেছে, আর এই পরিবর্তনের প্রচলিত নাট্যধারার সমান্তরালে প্রতিস্পর্ধী হয়ে উঠেছে অন্য একটি নবনাট্য আন্দোলনের, সাধারণ রঙ্গালয়ের বিপরীতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেমন একসময় দৃষ্টি ফিরিয়ে নিয়েছিলেন দেশীয় যাত্রারীতির দিকে, তেমনি পেশাদারি নাট্যধারার সমান্তরালে বিজন ভট্টার্চায, সুধী প্রধান প্রমুখ নাট্যকারেরা গড়ে তোলেন গণনাট্যধারার।এরপর আসে নবনাট্য আন্দোলন যুগ। পরবর্তীকালে যে ধারার সমান্তরালে গ্রুপ থিয়েটার-এর ধারা। গণনাট্য সংঘ ও তার সমান্তরাল ধারা হিসেবে অন্যান্য নাট্যধারাগুলি আজও কিভাবে প্রবাহমান রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনাই এই গবেষণাধর্মী প্রবন্ধটিতে আলোচিত হয়েছে।