জন্ম ১৯৭০, অসমের শিলচর শহরের নিকটবর্তী শালচাপড়ার বর্ণিরপার গ্রামে। স্নাতক স্তরে শিলচরের কাছাড় কলেজের বাংলা বিভাগের কৃতী ছাত্রী ছিলেন ও দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। এই একই বিশ্ববিদ্যালয় থেকে আশাপূর্ণা দেবীর উপন্যাস নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পান। অধ্যাপনা-জীবন শুরু শিলচরের নিকটবর্তী কাবুগঞ্জের জনতা কলেজে। বর্তমানে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বিবর্তিত নারীসত্তা : আশাপূর্ণা দেবীর উপন্যাসে নারী’। উপন্যাস ও ছোটগল্পের বিষয়বস্তুর গভীরতা অনুসন্ধানে তাঁর প্রবল আগ্রহ। পত্র পত্রিকায় তিনি নিয়মিত লেখেন। লেখার বিষয়ও অধিকাংশ ক্ষেত্রে উপন্যাস ও গল্পের আলোচনা। প্রিয় শখ পরিবারের সঙ্গে আড্ডা দেওয়া ও বই পড়া।