ড. রামাকন্তু দাস লোকসাহিত্য-সংস্কৃতির একজন একনিষ্ঠ গবেষক। তাঁর প্রকাশিত বইগুলি – বরাক উপত্যকার স্থান নাম (২০০৯), বরাক উপত্যার লোকঐতিহ্য (যৌথ-২০১৪), কৈবর্ত সম্প্রদায় : উদ্ভব ও পরিচিতি (২০১৫), বরাক উপত্যকার স্থাননাম কোশ (২০১৭) এবং বরাক উপত্যকার কৈবর্ত সম্প্রদায় প্রচলিত মেয়েলি গীত (যন্ত্রস্থ)। তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রায় ৫০ টি প্রবন্ধের রচত্রয়িতা।