জন্ম ১৫ ডিসেম্বর, ১৯৭৭। বর্তমানে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, শিলচর-এ বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা। শিক্ষা ঐ বিশ্ববিদ্যালয় থেকে। সাম্প্রতিক বাংলা সাহিত্যের তাত্ত্বিক অনুধ্যান সহ রবীন্দ্রসাহিত্যের বহুমাত্রিক অধ্যয়ন তার অনুশীলনের প্রিয় বিষয়। ‘আশাপূর্ণার উপন্যাসে নারী’ ও ‘মহাশ্বেতা : নারী পরিসর এবং অন্যান্য’ বইদুটি ইতিমধ্যে পাঠকমহলে আদৃত। লেখিকার বিশ্বাস সাহিত্য ও সংস্কৃতি কালান্তরের বার্তাই শুধু দেয় না— জীবনের তাৎপর্য সম্পর্কে নতুন নতুন জিজ্ঞাসার সূচনাও করে। শিলচরে ‘দ্বিরালাপ’ নামক বৌদ্ধিক সংস্থার সঙ্গে তিনি সম্পৃক্ত।