মুর্শিদাবাদ-বাগড়ীর নীলচাষ প্রসুত কৃষক অভ্যুত্থান তথা আন্দোলনের অবিসংবাদী সংগঠক ও অন্যতম নেতা পণ্ডিত রইসুদ্দিনের উত্তরসুরী এই গ্রন্থকার। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফতেপুর গ্রামে ১৯৪৬ খ্রিষ্টাব্দের ১৩ মে জন্মগ্রহণ করেন। বড় হয়েছেন ওই গ্রামেই। বর্তমানে বসবাস করেন ডোমকলে। লেখালিখির জগতে না থাকলেও তাকে গ্রন্থকার হিসেবে দেখা যায় ২০১৪ তে ‘মুর্শিদাবাদ জেলায় কমিউনিস্ট নেতৃত্বের সম্পর্ক’ গ্রন্থ প্রকাশে। ওই গ্রন্থে গ্রন্থকার অক্লান্ত পরিশ্রমে ফেলার রাজনৈতিক কোন্দলের ও সমালোচকদের মিথ্যাচারের বাইরে রাজনৈতিক নেতৃত্বকে বৌদ্ধিক সম্পর্কে দাঁড় করিয়েছেন। ২০১৬ তে প্রকাশিত ‘মুর্শিদাবাদের ইতিহাস : পরগণা গোয়াস’ প্রস্থ লুপ্তির দিকে ধাবিত, বিস্মৃতির অম্ভরালের পথযাত্রী একটা জনপদকে ঘিরে তথ্য দিয়ে উদ্ভাসিত করেছেন। সৃষ্টি করেছেন মুর্শিদাবাদের নতুন ইতিহাস।