বাংলার ছড়া ছড়ার বাংলা
- সৌগত চট্টোপাধ্যায়
বইটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। পুরনো প্রবন্ধগুলির সঙ্গে আরও অনেক নতুন প্রবন্ধ যোগ করা হয়েছে। নতুন বিষয়গুলির অনেক নতুন দিক খুলে দিয়েছে নতুন প্রাবন্ধিকেরা।
জন্ম কলকাতায় ১৯৭২। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অতিথি অধ্যাপনার সূত্রে অধ্যাপনা-জগতে পদার্পণ। বর্তমানে হাওড়ার রামসদয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। অতিথি অধ্যাপনার সূত্রে যুক্ত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লোকসংস্কৃতির প্রতিষ্ঠিত গবেষক। তার নিরলস গবেষণার ফল স্বরূপ বাংলার সংস্কৃতি জগৎ পেয়েছে অসামান্য কিছু গবেষণাগ্রন্থ। ‘অথ শঙ্খশিল্প কথা’, ‘বাংলার ব্রত এবং অবনীন্দ্রনাথ’, ‘বাংলার ছড়া ও ছড়ার বাংলা’ তার মধ্যে কয়েকটি। ‘লোককথার বর্ণমালা’ সেই ধারারই সাম্প্রতিকতম নিদর্শন হয়ে রইল। বাংলা সাহিত্য নিয়েও তার একাধিক গ্রন্থ প্রকাশিত। ‘উদীচী’ সাংস্কৃতিক পত্রিকার তিনি সম্পাদক। পি.এইচ.ডি. গবেষণার তত্ত্বাবধায়ক, রচিত গবেষণাপত্রের সংখ্যা শতাধিক।